ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল মৃত্যুবরণ করেছেন।
রবিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ারর পথে তিনি মারা যান বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার।
সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, গত কয়েকদিন থেকে তিনি করোনার উপসর্গ জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। পরে গত ১৪ আগস্ট পরীক্ষা করলে তার করোনা পজেটিভ আসে। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেলেন। রবিবার বিকেলে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় কুমিল্লায় তিনি মৃত্যুবরণ করেন।
এনিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭২৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৯৯ জন।
এদিকে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক লীগেরর সভাপতি মো. বেলায়েত হোসেন বেলাল।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy