মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা অদিত্য কুমার চন্দ্রগঞ্জের নিজ বাসায় ও ঠিকাদার হাবিবুর রহমান আলো ঢাকার একটি হাসপাতালে মারা যায়। শনিবার রাতে এ দুইজন মারা যায় বলে নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে সরকারী হিসেবে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এখন পর্যন্ত ৬৫জন। তবে বেসরকারী হিসেবে এর সংখ্যা ৭৫জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ২২জন। আর ও নতুন ২৭জনসহ ১০৩৬জন শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫৭৭জন। এসব তথ্য নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy