মোঃ ইউসুফ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জেলায় নতুন করে একদিনে সর্বোচ্চ ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচশ’ ছাড়িয়ে দাঁড়ালো ৫৪৯ জনে। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সদর উপজেলায়। এই উপজেলা এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭০ জনে। এদিকে নতুন আক্রান্ত ৩০ জন সদর উপজেলার, ১০ জন রামগঞ্জ উপজেলার ও ৬ জন রায়াপুর উপজেলার বাসিন্দা। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ৫৪৯ জনের মধ্যে ২৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২৯৭ জন রোগী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেটেডে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আবদুল গফফার বিষয়টি নিশ্চিত করেন। এ দিকে ‘রেড জোন’ বিবেচনা করে জেলার পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার কিছু এলাকায় ‘রেড জোন’ চিহিৃত করে লকডাউন করা হয়েছে। করোনার প্রকোপ থেকে জনসাধারণের সুরক্ষায় ‘রেড জোন’ চিহিৃত এলাকায় মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। সিভিল সার্জন ডা. আবদুল গফফার জানান, ১৭৯ জনের নমুনা পরিক্ষায় নেগেটিভ আসে ১৩৩ জনের। আর পজেটিভ আসে ৪৬ জনের। লক্ষ্মীপুরে সর্বমোট ৫৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে সদরে ২৭০ জন, রামগঞ্জে ৯৯ জন, রায়পুরে ৬০ জন, কমলনগরে ৭৭ জন ও রামগতিতে ৪৩ জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪২ জন। তাদের মধ্যে রামগঞ্জে চিকিৎসকসহ ৫১ জন, সদরে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশসহ ১০১ জন, কমলনগরে চিকিৎসক ও নারী-শিশুসহ ২৭ জন, রামগতিতে ১৫ জন এবং রায়পুরে জনপ্রতিনিধি, পুলিশসহ ৪৮ জন। জেলার রামগঞ্জ উপজেলায় শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ একজন রোগী মারা যায়। এছাড়া রামগঞ্জ উপজেলায় চারজন, সদর উপজেলায় দুইজন, রায়পুর উপজেলায় একজন, রামগতি উপজেলায় একজন ও কমলনগর উপজেলায় একজন মৃত ব্যক্তির করোনা পজিটিভ আসে। সিভিল সার্জন আরো জানান, করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলা ও চারটি পৌরসভার ‘রেড জোন’ চিহিৃত এলাকা গুলো লকডাউন করা হয়েছে। করোনাভাইরাস নিয়ন্ত্রনে সবাইকে লকডাইন মেনে চলার অনুরোধ করেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy