মো. ইউসুফ,লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দুই আড়তদারকে জরিমানা করেছে। অতিরিক্ত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের কোন মেমো দেখাতে পারেননি তারা।ফলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের ৬ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে লক্ষ্মীপুর পৌর বাজারের রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার(১৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু ওয়াদুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারমিন আক্তার সুমি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর পৌর শহরে বাজার পরিদর্শন কালে দেখা গেছে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রয় করছে এবং পেঁয়াজ ক্রয়ের মেমো দেখতে চাইলে দেখাতে পারেনি।পরে রিহান ট্রেডার্সকে ৪ হাজার টাকা ও কবির ট্রেডার্সকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। গত ১ সপ্তাহ আগেও বাজারে পেয়াজের প্রতি কেজি মূল্যে ৩০ টাকা দরে বিক্রি হয়েছিল।
কিন্তু হঠাৎ ভারত বাংলাদেশে পেয়াজ পাঠানে বন্ধ ঘোষনা করলে পেঁয়াজের দাম প্রতি কেজি ৬৮-৭০ টাকায় চলে আসে। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রন রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy