প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৫, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২০, ১০:০৩ পি.এম
লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৫০তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে (আজ) বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এর পর বিজয় চত্বরে পুষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পর্যায়ক্রমে পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন।
পরে সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণকবরে পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার কামরুজ্জজামানও জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ।
অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের আত্মার শান্তি কামনা করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন লক্ষীপুরের রাজনৈতিক-সামাজিক সাহিত্য ও সাংবাদিক সংগঠনসহ জেলার আপামর জনসাধারন।
দেশের জন্য আত্মহুতি দেয়া বীর বাঙালির মহান আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সর্বস্তর বাঙালির অকুণ্ঠ ভালবাসায় সিক্ত হয়ে উঠেছে দেশের প্রতিটি স্মৃতিস্তম্ভ। এ থেকে পিছিয়ে নেই ব্যক্তি প্রতিষ্ঠানগুলোও।
দেশের খ্যাত কোম্পানি ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান নেক্সট ফুড এন্ড বেভারেজ এর পক্ষে ওসমান গনি মিন্টুর নেতৃত্বে বুধবার ভোরে লক্ষ্মীপুর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় কোম্পানির পক্ষে আরও উপস্থিত ছিলেন অপারেশন ম্যানেজার সোহাগ হোসেন, একাউন্টস সাখাওয়াত হোসেন রনি ও শফিকুল ইসলাম, কিউসি হাসিবুর রহমান, শাহাদাত হোসেন, শাহিদুর রহমান, হুমায়ুন কবীর, সুমন হোসেন, সুনীল, আরিফ হোসেন, মনিরুল ইসলাম ও তাহের প্রমুখ।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নেক্সট ফুড এন্ড বেভারেজ কোম্পানি স্বীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে শহীদের আত্মার শান্তি কামনা করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy