মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সদর উপজেলার কুশাখালীর নলডগী এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংর্ঘষে সবুজ নামে এক ব্যাক্তি নিহত ও চারজন আহত হয়। গতকাল সন্ধ্যায় এ সংঘষের্র ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন জয়নাল আবেদিনের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার কুশাখালীর নলডগী এলাকার জয়নাল আবেদিন সাথে একই বাড়ির জলিল উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধকৃত পুকুরে দুপুরে মাছ ধরতে যায় জয়নালের আবেদিনের ছেলে সবুজসহ অন্যরা। এতে বাধা দেয় জলিল উদ্দিনের লোকজন। এ নিয়ে পুক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জের ধরে সন্ধ্যায় সবুজকে বাড়ির পাশের রাস্তায় একা পেয়ে জলিল উদ্দিনের লোকজন হামলা চালায়। এতে গুরুতর আহত হয় সবজু হোসেন। পরে হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। এসময় আহত হয় সবুজের মা ছকিনা বেগম,ভাই বাবুল হোসেন ও আকলিমা আক্তারও নিজাম উদ্দিন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy