জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করা হয়। এতে নানা আয়োজনে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন সর্বস্তরের মানুষ। একুশের প্রথম প্রহরে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে জেলার প্রধান শহীদ মিনারে জাতির সূর্য সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে শ্রদ্ধায় ফুল হাতে হাতে সর্বস্তরের জনসাধারণ খালি পায়ে প্রভাতফেরি করে শহীদ মিনার অভিমুখে রওনা হন। এদিকে জাতীয় পতাকা নিয়ে ইসলামী আন্দোলনের পদযাত্রাও দৃষ্টি কাড়ে সবার।
এছাড়া দিনব্যাপী কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশের আত্মত্যাগ ও মহিমা স্মরণ করেন জেলার সর্বস্তরের মানুষ।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন আহমদ, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার, অনারারী ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহীম প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy