লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগতির পশ্চিম চর কলাকোপা এলাকায় ১১ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসামী মাকছুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২৪ আগষ্ট সন্ধ্যায় চকলেটের লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ডেকে নেয় মাকছুদ। পরে নিজ ঘরে নিয়ে শিশুকে ধর্ষন করে। শিশুটির শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এরপর এটিকে ধামা-চাপা দেয়ার জন্য চেষ্টা করে অভিযুক্ত মাকছুদের লোকজন। এর আগে রাতে মাকছুদ কে আসামীকে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে নির্যাতিত শিশুর মা।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply