শনিবার (৩ এপ্রিল) আরজেএফ এর গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম এ কমিটি অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন, অ আ আবীর আকাশ (দৈনিক জনবাণী), সাধারণ সম্পাদক মনজুর হোসাইন সুমন (দৈনিক রূপবাণী)। কমিটির অন্যানরা হলেন, সহ-সভাপতি দৈনিক তৃতীয় মাত্রার বেলায়েত হোসেন (ভিপি বেলায়েত), সহ-সম্পাদক- দৈনিক গণকণ্ঠের হাজী এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক- দৈনিক মাতৃভূমির খবরের মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক- দৈনিক উপকূল কণ্ঠের মামুনুর রশিদ, প্রচার সম্পাদক- দৈনিক স্বাধীন মতের জিহাদ হোসাইন, সহ-প্রচার সম্পাদক-দৈনিক গণজাগরণের রাকিব হোসেন সোহেল, মহিলা বিষয়ক সম্পাদিকা-দৈনিক স্বাধীন বাংলার নাজমুন নাহার, দপ্তর সম্পাদক-দৈনিক বিশ্ব মানচিত্রের সোহেল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক- গ্লোবাল এবিসি নিউজের কামরুজ্জামান কাজল এবং কার্যনির্বাহী সদস্যরা হল- দৈনিক তৃতীয় মাত্রার হামিদ সাব্বির, দৈনিক একুশে সংবাদের মোঃ আলী হোসাইন, বাংলা প্রেসের সুলতানা মাসুমা বানু, দৈনিক ভোরের চেতনার মোঃ আরিফ হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার মোঃ গিয়াস উদ্দিন।
লক্ষ্মীপুর জেলা শাখার এ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে জানায় আরজেএফ কতৃপক্ষ ।
তারা আরো জানায়,অনুমোদিত এ কমিটি কেন্দ্রীয় কমিটির ঘোষিত সকল কর্মসূচী পালন করবে এবং সাংবাদিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজ জেলায় সাংগঠনিক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy