জিহাদ হেসাইন, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের উপ- নির্বাচনের তথ্য সংগ্রহ কালে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি জাকির হোসাইনের উপর হামলার প্রতিবাদ জানিয়ে রায়পুর থানার সামনে মানববন্ধন করছে রায়পুর প্রেস ক্লাব, রায়পুর রির্পোটাস ইউনিটি,রায়পুর সাংবাদিক ইউনিয়ন ও উপজেলার সকল সংবাদকর্মীরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৫ টায় সাংবাদিক হামলার আসামীদের ২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু মূসা মোহন, সাধারন সম্পাদক – ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোস্তাফ কামাল সহ অত্র উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক নেতাগন বক্তব্যে বলেন, পুলিশ ও নিবার্হী ম্যাজিস্ট্রেটের সম্মুখে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা জানাই।২ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে নিয়মিত রায়পুর থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন অব্যাহত থাকবে এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সমন্বয়ে লক্ষ্মীপুর জেলা সদরেও চলবে মানববন্ধন।
Leave a Reply