মোঃ ইউসুফ,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জকসিন-রামগঞ্জ সড়কের বিরাহিমপুর এলাকায় সিএনজি অটোরিকসা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে সদর উপজেলার পাবর্তীনগর এলাকার নারায়নচন্দ্রের ছেলে সজল চন্দ্র ও চিত্তরঞ্জনের ছেলে লক্ষন চক্রবর্তী। পুলিশ জানায়, পোাদ্দারবাজার এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে জকসিনের দিকে যাচ্চিল সজল চন্দ্র ও লক্ষন চক্রবর্তী। জকসিন-রামগঞ্জ সড়কের বিরাহিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে সবজি বোঝাই অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সজল চন্দ্র ও লক্ষন চক্রবর্তী ও অটোরিকসা চালকসহ চারজন গুরুতর আহত হয়। এদের মধ্যে সজল চন্দ্র ও লক্ষন চক্রবতীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষনা করেন। অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ওয়াসি আজাদ ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
Leave a Reply