লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাব্বির হোসেনসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে সদর মডেল থানা পুলিশ।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বাদল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাব্বিরসহ ৪ শিক্ষার্থী হত্যা মামলায় বাদলকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ,যুবলীগসহ অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মীদের আসামি করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy