জিহাদ হোসাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে সোমবার( ২নভেম্বর) দুপুরে রামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সভাপতি এসএম বাবর -এর সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী সঞ্চালনে বক্তব্যে রাখেন,প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মনির হোসেন বাবুল, প্রেস ক্লাবের সহসভাপতি খালেদ মাহমুদ ফারুক, হুমায়ন কবির পাটোয়ারী, সাবেক সহসভাপতি বেলায়েত হোসেন বাচ্চু, সিনিয়র সাংবাদিক পাটোয়ারী হোসেন শরীফ, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী,কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক হালিম খান লিটন, কার্যনিবাহী কমিটির সদস্য মাসুদ রানা মনি,আব্দুল আউয়াল পাটোয়ারী, সাধারণ সদস্য ইব্রাহিম মিয়া,আমির হোসেন আমু, আমিনুল ইসলাম মুকুল,সাংবাদিক জাকির হোসেন সুমন সহ প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন বাদী হয়ে রায়পুর থানায় আইসিটি আইনে দৈনিক বাংলার মুকুল" পত্রিকার প্রকাশক ও সম্পাদক ,রামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান মুকুল সহ জেলার ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বক্তরা অভিযোগ করে বলেন, মেয়র একজন জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হওয়ায় ক্ষমতার দাপটে মামলাটি দায়ের করেন।একজন জনপ্রতিনিধি পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি উদ্দেশ্য প্রনোনীত।তারা আরো বলেন, মেয়র মামলাটি প্রত্যাহার না করলে কয়েকদিনের মধ্যে জেলার সকল সাংবাদিকরা কঠোর কর্মসূচী ঘোষনা করবে।
ইতিমধ্যে পৌরসভা দায়িত্বগ্রহনের পর হতে তাঁর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতি বিষয়গুলো মিডিয়ায় তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy