1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
লক্ষ্মীপুর গত দুই দিনের টানা বৃষ্টিতে  বিভিন্ন স্থানে জলাবদ্ধতা
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লোহাগড়ায় জোড়া খুনকে কেন্দ্র করে প্রতিনিয়ত চলছে লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম যৌথবাহীনির হাতে তুলে গ্রেফতার পিপলডাঙ্গী মসজিদটি এখন পায়নি আধুনিকতার ছোঁয়া মা হারালেন নগরঘাটার আক্তার মোড়ল  নবগঙ্গা ডিগ্রী কলেজে জোরপূর্বক কমিটি গঠনের বিরোধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জনের ঘোষণা রাজশাহী রেলস্টেশনে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মানিকগঞ্জের সানোয়ারের বিরুদ্ধে সরকারি চাকরি দেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নড়াইলের লোহাগড়ায় অতিবৃষ্টিতে সোনালী মৎস্য খামারের ব্যাপক ক্ষতি রাজশাহী-৪ আসনের সাবেক এমপি এনামুল ঢাকায় গ্রেপ্তার ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক

লক্ষ্মীপুর গত দুই দিনের টানা বৃষ্টিতে  বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

  • আপডেট টাইম : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৫.৫৪ পিএম
  • ৪০ বার পঠিত

 

মোঃ কামাল উদ্দিন, লক্ষ্মীপুর :

লক্ষ্মীপুর জেলায় দুই দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌর শহরসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে।লক্ষ্মীপুর পৌর শহরের জেবি রোড, বাঞ্চানগর, সমসেরাবাদ, শেখ রাসেল সড়ক, কলেজ রোড ও মিয়া আবু তাহের সড়কসহ বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে পৌরবাসী।

গতকাল রোববার (১৮ আগস্ট) বৃষ্টি রেকর্ড করা হয় ১’শ ৩৮ মিলিমিটার। টানা বৃষ্টির কারণে নিম্ম আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে।

এ ছাড়াও বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন লক্ষ্মীপুরের কৃষি বিভাগ।

পাশাপাশি লক্ষ্মীপুরের মেঘনার পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার উপকূলীয় নিম্নাঞ্চল হয়ে পানি লোকালয়ে ঢুকতে শুরু করেছে। তার মধ্যে রয়েছে রায়পুর উপজেলাটিও।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পৌর এলাকাবাসী।

সামান্য বৃষ্টি হলে বাসাবাড়ি ও সড়কে হাঁটুপানি জমে যায়। সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা না করা এবং খালগুলো ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা দেখা দেয় বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ‘যেসব জায়গায় পানি জমেছে বা ড্রেন দিয়ে পানি নামতে সমস্যা হচ্ছে। ওই সব যায়গা ড্রেন পরিষ্কার করে দ্রুত সময়ে যাতে করে পানি সরানো যায় তার কাজ চলছে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উজ-জামান, পাশাপাশি রামগতি আবহাওয়া সতর্কীকরণ কার্যালয়ের কর্মকর্তা মো. সৌরভ হোসেন বলেন, ‘টানা বৃষ্টি হচ্ছে। কখনো হালকা, কখনো মাঝারি আবার কখনো মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। রোববার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ১’শ ৩৮ মিলিমিটার।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews