জিহাদ হোসাইন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ঘুষ প্রদানের মামলায় বিদেশে দন্ডিত হয়ে এমপি পদ হারান কাজী শহিদুল ইসলাম পাপুল।
গত ২২ ফেব্রুয়ারি পাপুলের আসন শূন্য ঘোষণা করে প্রঙ্গাপন জারি করে সংসদীয় সচিবালয়।পরে নির্বাচন কমিশন (ইসি) গত ৩ মার্চ লক্ষ্মীপুর-২ আসন ও প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। আগামী ১১ এপ্রিল এসব ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হবে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস ও রায়পুর উপজেলা নির্বাচন অফিসে সংসদীয় এমপি প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।
জেলা নির্বাচন কমিশন জানায়,উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত বেলা ১২টায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুউদ্দিন নয়ন।
এর আগে বেলা ১১টায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে রায়পুর নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী। এছাড়াও একই দিন বিকেলে ওই কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেসের আবুল কালাম আজাদ ও মনোনয়ন পত্র জমা দেন বলে জানান নির্বাচন কমিশন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থী গণমাধ্যমকে বলেন, প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন চায় আওয়ামী লীগ সরকার । আসনটি দীর্ঘ বছর ধরে অবহেলিত থাকায় নৌকা প্রতীকে নির্বাচন করবেন এবং নির্বাচিত হলে প্রধানমন্ত্রী ঘোষিত নৌ-বন্দর স্থাপনসহ জনগণের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।
এসময় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলেন, আমরা মনেকরি ভ্রাতৃত্বের সম্প্রীতিতে এখানে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল, নির্বাচন করতে পছন্দ করে।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এই উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না জানিয়ে দিয়েছে।ফলে আজ কোনো প্রার্থী মনোনয়ন পত্র জমা দেননি।