লক ডাউনে চলছে টিম চিলেকোঠার সচেতন মুলক কার্য্যক্রম
নাদিম হোসেন খানঁ: চরফ্যাশন উপজেলা প্রতিনিধি :
সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠন “টিম চিলেকোঠার গত বছর থেকে এখনো চলছে মানুষের মাঝে সচেতন মুলক কার্যক্রম ,মাস্ক বিতরন,অসহায়দের মাঝে খাবার এবং রক্ত দান কর্মসূচি।
সপ্তাহে ৪ দিন চরফ্যাশন উপজেলা সদর সহ প্রতিটা ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিক নির্দেশনায় এর কাজ পরিচালনা হচ্ছে ।
আজ শনিবার কঠোর লকডাউনের তৃতীয় দিনে বিজিবি ও পুলিশের সাথে চরফ্যাশন হাসপাতাল রোড,সদর রোড সহ বিভিন্ন রোডে স্বাস্থ্য সচেতন হওয়ার আহবান জরুরী কাজ ছাড়া বাজারে না থাকার জন্য মাইকিং সহ মাস্ক বিতরন করা হয়, উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস ।
চরফ্যাশন থানা সার্জন সোভন বশাক হাসপাতালে উপস্থিক থেকে সকল সেচ্ছাসেবকের প্রশংসা করেন এবং সামনের দিন গুলোতে এধরনের সামাজিক কাজে পাশে থাকবেন বলে প্রতিশ্রতি দেন । এ সময়ে উপস্থিত ছিলেন চিলেকোঠার উপদেষ্টা মন্জুরুল আলম সায়েম, সাধারন সম্পাদক রনি এবং সহ সভাপতি হাছিব হাসনাইন সহ সেচ্ছাসেবক বৃন্দ।
চিলেকোঠার চেয়ারম্যান সাব্বির মুন্না টিমের কোন প্রকার ফান্ড নেই প্রতিটা ছেলে,মেয়ে স্বেচ্ছায় সময় দিয়ে যাচ্ছে যা, সাধারন মানুষ টিম চিলেকোঠার আহবানে সারা দিচ্ছে এবং মানুষের ভালবাসার মাঝে আবদ্ধ এটাই তাদের শত কষ্টের সার্থকতা।