জমির উদ্দিন সুমন লন্ডন প্রতিনিধি :
গত ১৩ই মে ২০১৯ পুর্বলন্ডনের ব্রমলি-বাই-বো এলাকায় ড্রাগ ডিলারদের গুলি ও চুরিকাঘাতে ৪১ বয়স্ক মি. রোপার নামে এক ব্যক্তি খুন হন। স্থানীয় লোকজন রাস্তার পাশে পড়ে থাকা একজনকে গুলিবৃদ্ধ অবস্থায় দেখে পুলিশকে জানায়।
পুলিশ তাঁকে মৃত উদ্ধার করে। স্থানীয় লোকজনের তথ্য অনুযায়ী অত্র এলাকায় মাদাকসক্তদের বিচরনের কথা বলে এবং পুলিশ সিসি টিভির ফুটেজের মাধ্যমে ৩জনকে সনাক্ত করে। একই স্থানে এক ঘন্টা পুর্বে মি. রোপার সাথে কিছু মাদকাসক্তদের সাথে কথা কাটাকাটির মত ঘটনা ঘটেছিলো বলে স্থানীয়রা জানান। এর সুত্র ধরে পুলিশ দীর্ঘদিন যাবত তাদের কর্মকান্ড চালিয়ে যাচ্চিছলেন। পুলিশ ২৪ জুন শাইদ আহমেদ (২৪), ফয়জুর রহমানকে (২৮) কে এবং হাবিবুর রহমান (২৮) কে ও সেপ্টেম্বর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এই মাদকব্যবাসায়ী একত্রে গত বছরের ১৩ই মে ইলিংক্লোজে মি. রোপার বাসার কাছেই তাকে হামলা করে পালিয়ে যায়। এই তিনজনকে মি. রোপা হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং আদালত কর্তৃক তারা স্বীকার হলে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ফয়জুর রহমানকে ১০ বছর জেল, মনজুর আহমেদকে ৯ বছরের জেল এবং হাবিবুর রহমানকে ১২ বছর জেল দেওয়া হয়।২৩ জুলাই থেকে তাদের সাজা হবে।
তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পরিদর্শক ড্যান সেটার বলেছিলেন, দিবালোকের আলোয় আবাসিক রাস্তায় এটি ছিল একটি সাহসী আক্রমণ, যার পিছনে একটি ব্যক্তিকে গুলি করা, তাকে ছুরিকাঘাত করা এবং রাস্তায় নামিয়ে তাড়া করা ছিল জগন্য অপরাধ। স্থানীয় জনগন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রমাণ দিয়ে অনেক সাহসের ভুমিকা রেখেছেনএবং সকল সাক্ষীকে ধন্যবাদ জানান মেট্রোপুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy