লন্ডনে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। করোনা মহামারির কারণে আগামী মাস থেকে যুক্তরাষ্ট্রের প্রধান কয়েকটি এয়ারপোর্ট থেকে লন্ডনগামী ফ্লাইট বন্ধ করে দিবে সংস্থাটি।
রবিবার (১৫ নভেম্বর) এই ঘোষণা দিয়েছে এই মার্কিন বিমান পরিবহন সংস্থা। তবে, এসময়ে শিকাগো ও নিউইয়র্ক থেকে লন্ডনে কার্গো বিমান চলাচল অব্যহত রাখা হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এই দুই দেশেই আবার করোনার সংক্রমণ বাড়ছে। আর এতে করে ভাইরাসটির সংক্রমণ রোধে নতুন করে কঠোরতা আরোপ করা হচ্ছে। একারণেই বিমানের যাত্রী কমে যাচ্ছে বলে বলা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, আগামী মাস (ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রের শার্লট, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও শিকাগোর ও'হারে বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কোন ফ্লাইট চালাবে না আমেরিকান এয়ারলাইন্স। তবে, শিকাগো ও নিউইয়র্কের বিমানযাত্রীরা আমেরিকান এয়ারলাইন্সের ট্রান্স-আটলান্টিক পার্টনার বৃটিশ এয়ারওয়েজের টিকিট কাটতে পারবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy