লন্ডন থেকে জমির উদ্দিন সুমন :
মুজিব বর্ষ উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু কাপ মহিলা
ও শিশু কিশোর ক্যারম প্রতিযোগিতা। নেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ১৪ নভেম্বর
শনিবার এই প্রতিযোগিতায় ৬ টি মহিলা দল ও ৮টি শিশু কিশোর দল অংশ নেয়।
পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটস্থ সাউন্ডটেক ক্যারাম ক্লাবে আয়োজিত টুর্নামেন্টে মহিলা গ্রুপে
চ্যাম্পিয়ন হয় হেনা ও মুন খুরেশি জুটি। রানার্সআপ হয় সাজিয়া ও সকি বেগম জুটি। শিশু কিশোর গ্রুপে
খেলায় অংশ নেয় ইয়াসিন আলী, ইউনুস আহমদ চৌধুরী, জাহিম হাসান ও ড্যানিয়েল মিয়াসহ অন্যান্যরা।
নেক ফাউন্ডেশনের চেয়ারম্যান জামাল খানের সার্বিক পরিচালনায় খেলা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে
পুরস্কার বিতরনী করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন।
এসময় ভিডিও কনফারেন্স ও উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান
মাহমুদ শরীফ, সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহ সভাপতি অধ্যাপক আবুল হাসেম, যুগ্ম
সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামীলীগ নেত্রী হুসনা
মতিন, কাউন্সিলার আব্দুল আজিজ তকি, কাউন্সিলার পারভেজ আহমদ, কাউন্সিলার তারেক আহমদ, ডেপুটি
মেয়র কাউন্সিলার আসমা বেগম, কমিউনিটি নেতা সোনাহর আলী রিংকু, আব্দুল বাছির, এ আর খান সুজা,
নাদিয়া চৌধুরী, মুজিবুল রহমান দপ্তরী, রুহেল আহমদ, রাকিব রুহেল, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানিয়েছেন, ব্রিটেনে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুকে জানার সুযোগ
করে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy