কুরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর দেশের খ্যাতিনামা ১০৯ জন ইসলামিক স্কলার, আলেম ওলমাদের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্যে দিয়ে ১৫ অক্টোবর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী ৫৩ তম সিরাতুন্নবী (সাঃ) মাহফিল লাখো মুসলমানের উপস্তিতে বিশ্বেশান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৩ বুধবার যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩ তম আন্তর্জাতিক সীরতুন্নবী (সা.) মাহফিল শুরু হয়।
এই মাহফিলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের সুমহান মর্মবাণী শুনার জন্য অংশ গ্রহণ করেন এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন।
১৯৭২ সালে রবিউল আউয়াল মাসের ১১ তারিখে চুনতি শাহ মঞ্জিল চত্বরে ১ দিনব্যাপী সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।পরবর্তী ১৯৭৩ সালে ৩ দিনব্যাপী, ১৯৭৪ সালে ৫ দিন, ১৯৭৬ সালে ১০ দিন, ১৯৭৭ সালে ১২ দিন, ১৯৭৯ সালে ১৫ দিন এবং একই বছর ২ দিন বাড়িয়ে ১৭ দিন, আরো ২ দিন বাড়িয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী মাহফিল করা হয়।সেই ১৯৮০ সাল থেকেই ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। পৃথিবীর ইতিহাসে এটি অদ্বিতীয়।
১৯ তম দিনে ১৩ একর আয়তনের সীরাত ময়দান কাণায় কাণায় পূর্ণ হয়ে যায় ময়দানের চারপাশে রাস্তা-ঘাট গ্রামের বাড়ি- ঘর লোকে ভরপুর হয়ে যায়,শেষ রাতে মানুষ মোনাজাতের মাধ্যমে নিজের অতীতের করা আসা পাপ মোচন, বরকতময় জিন্দেগীর আসা,মুসলিম উম্মার উপর চলিত নিপীড়ন রোধ ও বিশ্বশান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy