লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, চট্টগ্রামে সনাক্ত-৩২৭, মৃত্যু-৭
নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামে গত ২৪ঘণ্টায় ১১৫১টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়েছে ৩২৭ জনের দেহে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৯৯৭।
এ সময়ে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৬৮৮।
সোমবার (২৮ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্যসূত্রে এসব জানা যায়।
সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বি জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১৪ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ৯১ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২১১ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় নি।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতাল ৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..