প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২১, ৬:২০ পি.এম
লামায় বন্যহাতির আক্রমনে প্রতিবন্ধী এক তরুনী নিহত
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চাম্বি আমতলী মুসলিম পাড়ায় বন্যহাতির আক্রমণে নিহত হয়েছে রহিমা বেগম (২০) নামের বাক প্রতিবন্ধী এক তরুণী।
রহিমার বাবা ছোলেমান মিয়া জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে বন্যহাতিটি আমতলী মুসলিম পাড়ায় খাবারের জন্য ঢুকে পড়ে। এ সময় ঘর থেকে আমার বের হলেই বন্যহাতিটি তাকে আক্রমণ করে।
এ বিষয়ে আজিজনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো: হারেজ মিয়া বলেন, রাতে হাতি এসেছে ৮/১০ বসত ঘর বাড়ি ভেঙ্গেছে অনেকের ক্ষতি করেছে। শেষে বাক-প্রতিবন্ধী মেয়েটিকে মেরে ফেলেছে। প্রায় সময় এলাকাবাসী আতঙ্কে থাকি বন্যহাতির কারণে।
আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী বলেন, উক্ত ওয়ার্ডটি আমার ইউনিয়নের আওতাধীন। প্রায় সময় ওই এলাকায় বন্যহাতি আসে। হাতির কারণে ঐ ওয়ার্ডের লোকজন সর্বদা আতঙ্কে থাকে।
আজিজনগর পুলিশ ক্যাম্প (ইনচার্জ) ইন্সপেক্টর আতিকুর রহমান বলেন, রাতে ঘটনা জানা গেলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আমরা সকালে দুর্ঘটনাস্থলে গিয়েছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy