প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৬:৩৬ পি.এম
লামায় বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবান লামা উপজেলার ফাইতং ইউপির বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২ এপ্রিল দুপুরে ইউপির ৫নং ওয়ার্ড সুতাবাদী পাড়া খেদারবাঁধ সরকারি প্রাথমিক পাশে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিট পুলিশিং মতবিনিময় সভা সূত্রে জানা যায়, স্থানীয় বশিরের নাতি নিশা (৭) কে তার নানী নাস্তা কিনতে রহিমের দোকানে পাঠান। কিন্তু রহিম দোকানের মালামাল কিনতে বানিয়ারছড়া বাজারে গেলে তার বড় ভাই হারুন (৩৫) কে ক্যাশে বসিয়ে জান। এ সময় দোকানে লোকজন না থাকায় শিশু নিশাকে দর্শনের অপচেষ্টা চালান হারুন। পরে বাসায় নিশার কান্নাকাটি দেখে তার নানু জিজ্ঞেস করলে হারুনের বিষয়টি খুলে বলেন।
বিষয়টি ফাঁড়ির ইনর্চাজকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করে লামা থানায় অবগত করেন তিনি। পরে থানার ওসি মো. মিজানুর রহমান মিজান ঘটনার সত্যতা যাচাই করে আসামি হারুনকে গ্রেফতার করার করার নির্দেশ দেন।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার আগে আসামী হারুন এলাকা ছেড়ে পালিয়ে গেলেও সন্ধ্যা ৬টায় পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে তাকে আটক করে লামা থানার রেফার করা হয়।
ঘটনাকে সামনে রেখে মতবিনিময় সভায় লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যেই আমরা প্রাথমিক ভাবে সর্বোচ্ছটুকু কাজ করে যাচ্ছি। আমি আশা করবো ফাইতংএর মানুষজন তাদের ধৈর্য, সামাজিকতা, ন্যায়বিচার, মূল্যবোধ ব্যবহার করে এরকম অনাকাংখিত ঘটনা থেকে নিজেদেরকে বিরত রাখবেন।
তিনি আরো বলেন, আমরা এরকম ন্যাক্কারজনক ঘটনার প্রত্যাশা করছিনা, সবাই মিলে মিশে সুন্দর সামাজিক স্ব স্ব অবস্থান থেকে আমাদের আইনআনুগ কাজকে এগিয়ে নিয়ে যাব। তিনি সকল মিডিয়া কর্মী ও ফাইতং সুতাবাদী বাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলকে ধন্যবাদ জানান।
ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ কানন চৌধুরী সভাপতিত্বে এ মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জালাল উদ্দীন কোম্পানি, চেয়ারম্যান ফাইতং ইউনিয়ন পরিষদ
ফাঁড়ি এস আই আব্দুল্লাহ ,হেলাল উদ্দিন বি এ, সভাপতি ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ। মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর) প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ,
শফি প্রধান শিক্ষক খেদারবাঁধ সরকারি প্রাথমিক, মো. সরোয়ার আলম ইউপি সদস্য, শাহেদা ইয়াসমিন শাহেদা মহিলা ইউপি সদস্য, মোহাম্মদ হোসেন সাবেক সভাপতি খেদারবাঁধ সরকারি প্রাথমিক, সমাজে সর্দার শফিউল আলম,সাংবাদিক ইসমাইলুল করিম ইউপি সদস্য স্থানীয় জনসাধারণ সহ প্রমুখ উপস্থিত।
বক্তব্য রাখেন প্রধান অতিথি জালাল উদ্দীন কোম্পানি সহ অতিথি বৃন্দ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy