নিজস্ব প্রতিবেদক ঔ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএমকে লালবাগ থানায় নবনিযুক্ত করা হয়।
রবিবার (২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম–বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়
এর আগে, খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ২০১৮ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত লালবাগ থানার ওসি (তদন্ত) হিসেবে দীর্ঘ ৪ বছর সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাস (কোভিড ১৯) এর প্রাদুর্ভাবকালীন সময়ে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবে কাজ করে গেছেন।
সারাদেশের মতো বাংলাদেশ যখন কোভিড-১৯ এক ঘাতকের আঘাতে পৃথিবী লন্ডভন্ড। অদৃশ্য ছোঁয়াচে এক জীবানুর কারণে সবাই ভয়ে তটস্থ। তখন তিনি লালবাগ থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
তখন পুরো দেশ করোনা নামক অদৃশ্যে শক্তির কাছে অসহায়।আপন মানুষ গুলোও পর হয়ে গেছে, প্রিয়জন দূরে সরে গেছে।তখনও এ দক্ষ কর্তব্য পরায়ন পুলিশ কর্মকর্তা নিজ জীবন ও পরিবারে কথা না ভেবেই মৃত্যুর ভয়কে উপেক্ষা করে তার সংশ্লিস্ট দায়িত্ব পালন করেছেন।
লালবাগের সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন।তাকে আবারও লালবাগ থানার নবনিযুক্ত ওসি হিসেবে তাকে পেয়ে আনন্দিত লালবাগের সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে পোস্ট করতে দেখা গেছে। ফেসবুকের নিজ নিজ প্রোফাইলে তাকে ‘অভিনন্দন’ জানিয়ে আলোড়ন সৃষ্টি করেছে তরুন সমাজ।
তিনি যোগদানের পর থেকে সাধারণ মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
স্থানীয় এলাকাবাসী বলেন, ‘ওসি হেলাল স্যার খুব ভালো মানুষ’ সে খুব আন্তরিক মানুষ। তাকে ওসি হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তারা আরও বলেন, এ ধরনের পুলিশ কর্মকর্তা দেশের প্রতিটি থানায় থাকলে ” পুলিশি জনতা,জনতায় পুলিশ” এ স্লোগান আরও এগিয়ে থাকবে বলে আমরা বিশ্বাস রাখি।
জানা গেছে,ওসি খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন লালবাগ থানায় যোগদানের পর দক্ষতা ও সুনামের সাথে নিজের উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে উল্লেখিত থানা এলাকার সর্বস্তরের সেবা প্রত্যাশী, জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের ভালোবাসা অর্জন করেছেন।
তিনি যখন যেখানেই দায়িত্ব পালন করেছেন সে এলাকার মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধের অপরাধীরাও ছিলেন আতঙ্কিত। বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযানে দেখিয়েছেন সফলতা।
যোগদানের পর ওসি বলেন, ‘মাদকের সঙ্গে কোনো আপোষ নেই’।মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, থানায় যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মহোদয় ও লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ জাফর হোসেন মহোদয়ের নির্দেশে কাজ করে যাবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy