রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকার ৭৩ বছর বয়সী গৌরদাসের পাশে দাঁড়ালেন এনভায়রনমেন্ট এওয়ারনেস এন্ড হিউম্যানেটি সোসাইটি (ইয়াস) নামের একটি সংস্থা।
সম্প্রতি বৃদ্ধ গৌরদাসের কষ্টের কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যেমে ও বিভিন্ন পত্র পত্রিকায় প্রচার হলে তার এই দুঃখ দূর্দশা দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান,ইউপি মেম্বার কেউ এগিয়ে না আসলেও তার পাশে দাঁড়িয়েছেন “ইয়াস” নামের একটি সংস্থা এবং ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক মমতাজ আলী।
আসন্ন কাকিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী ইয়াছিন আলী এবং সমাজসেবক মমতাজ আলীর পক্ষ থেকে গৌরদাসের থাকার জন্য করে দিয়েছেন একটি টিনের ঘর।
বুধবার (২৭ জানুয়ারী) দুপুরে ইয়াস সংস্থার পক্ষ থেকে তার ঘরের আসবাবপত্র খাট, মশারী, তোষক ও গায়ের চাঁদোর তুলে দেন গৌরদাসের হাতে।
গৌরদাসের হাতে এসব আসবাবপত্র তুলে দেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জাহাঙ্গীর হোসেন। যাদের পরিশ্রমে বৃদ্ধ গৌরদাস থাকার ঘর ও আসবাবপত্র পেলেন এসময় তিনি তাদেরকে ধন্যবাদ জানান।
“ইয়াস” সংস্থার জেলা পরিদর্শক আরিফুজ্জামান জানান, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। সংস্থাটি সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চায় বলে ও জানান তিনি।
এ সমম উপস্থিত ছিলেন,এনভায়রমেন্ট এওয়ার এন্ড হিউম্যানিটি সোসাইটি (ইয়াস) সংস্থার লালমনিরহাট জেলা পরিদর্শক আরিফুজ্জামান এবং স্থানীয় বাসিন্দা আরিফ উদ্দিন জুয়েল, সাংবাদিক শহিদুল ইসলাম ও হাসানুজ্জামান হাসান সহ স্থানীয়রা।
ঘরসহ ঘরের আসবাসপত্র পেয়ে ভীষন খুশি হয়ে কান্নাজড়িত কন্ঠে গৌরদাস বলেন, যারা মোক থাকার ঘর ও খাট,তোষক,গজি,মুশরি দিনেন সবাকে জীবনভর দোয়া করিম।
Surjodoy.com
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy