সেলিম সম্রাট,নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ভোটমারী স্টেশন চত্বরে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, চলতি বছর পাথর নিক্ষেপের অভিযোগে অনেক তরুণকে আটক করা হয়েছে। ট্রেনে পাথর নিক্ষেপে জড়িতদের ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পাথর নিক্ষেপ রোধে ইতিমধ্যে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কেউ যদি পাথর ছোড়ার ছবি তুলে আমাদের পাঠাতে পারেন বা সুনির্দিষ্ট তথ্য দিতে পারেন, তাহলে আমরা সংবাদদাতাকে পুরস্কার দেব।’
জানা যায়, সম্প্রতি ঢাকা বিভাগে ৭৬টি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা বেড়েছে। এতে ১৫ যাত্রী আহত হন। এর মধ্যে টঙ্গী ও ভৈরব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ। তেজগাঁও ও টঙ্গীতেও ট্রেনে পাথর ছোড়ার বহু ঘটনা ঘটে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলন্ত ট্রেনে ১১০ বার পাথর নিক্ষেপ করা হয়েছে। এর ফলে ট্রেনের ১০৩টি কাঁচ ভেঙেছে।
সচেতনতামূলক প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম, এস আই সুলতান আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা গোলাপ হোসেন,আলহাজ্ব আব্দুল জলিল মিয়া, ব্যবসায়ী আব্দুল লতিফ, ভোটমারী স্টেশন বুকিং এ দায়িত্বরত আসাদুজ্জামান প্রমুখ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy