লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু !
রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম(১৫) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার(২৫ জুলাই) দিনগত রাতে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এর আগে রাতে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের মিয়া বাজারে মুদির দোকানে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার বাবুল মিয়ার ছেলে ও স্থানীয় খুনিয়াগাছ দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে স্থানীয় মিয়া বাজারে এক মুদির দোকানে খরচ করতে যান মাদরাসা ছাত্র আরিফুল ইসলাম। এ সময় ওই দোকানের ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজনের উপস্থিতিতে হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন সদর থানা পুলিশ।
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..