রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আক্কাস আলী
(৪০) কে কুড়াল দিয়ে হত্যার ঘটনায় একমাস পর বড় ভাই ও ভাবিকে ময়মনসিংহের ত্রিশালের মাঠের বাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ঘটনার পর থেকে স্বামী ও স্ত্রী পলাতক ছিলেন।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বলেন,তাদের ময়মনসিংহের ত্রিশালের মাঠের বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার ভোরে তাদের আটক করে কালীগঞ্জ থানার নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আক্কাস আলীর বড় ভাই সোলেমান মিয়া (৫০) ও তার ভাবি জোসনা বেগম(৪০)। তাদের বাড়ি উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহলি গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাবার জমি ভাগাভাগি নিয়ে বড় ভাই সোলেমান মিয়া ও ছোট ভাই আক্কাস আলীর মধ্যে বিরোধ চলছিল। গত মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে এ নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। পরে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাদেরকে শান্ত করেন। সন্ধ্যা ৬টার দিকে ফের দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বড় ভাই সোলেমান মিয়া কুড়াল দিয়ে ছোট ভাই আক্কাস আলীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
গুরুতর অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেয়া হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একমাস পর শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে ময়মনসিংহের ত্রিশালের মাঠের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৪ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy