রেখা মনি, নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ইয়াবার ক্রেতা সেজে মাদক ব্যবসায়ীক রশিদুল ইসলাম (৩৮) ধরল রংপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা। এ সময় তার তার শরীর তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার হালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্স খাবারের দোকান থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রশিদুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম বৈরাতী গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
র্যাব সুত্রে জানান, শুক্রবার সন্ধ্যা দিকে বিক্রেতা সেজে (র্যাব)-১৩ এর সদস্যরা চিহ্নিত মাদক কারবারি রশিদুল ইসলামের কাছে ইয়াবা কিনতে যায়। এসময় নাস্তা খাওয়ার কথা বলে রশিদুল ইসলাম ও সহযোগী আশরাফসহ তুষভান্ডার বাজারের যতীন এন্ড সন্সের চায়ের দোকানে বসেন। ওই সময় তাকে ঘিরে ফেলে তার শরীর তল্লাশি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা। পরে রশিদুলের শরীর তল্লাশি করে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করা করে হয়। অপর সহযোগী আশরাফকে সন্দেহ করে আটক করা হয়েছিল। কিন্তু তার কাছে কিছু পাওয়া যায়নি বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন জানান, মাদক কারবারি রশিদুল ইসলামের নামে থানায় র্যাব মামলা দায়ের করেছে। দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy