রেখা মনি, নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটে বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের কালীবাড়ীস্থ চেম্বার ভবনে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাখাওয়াত হোসেন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাধারণ সদস্য ফেরদৌস আলম, ডাঃ কাসেম আলী, রুহুল আমিন রাজু, বিশ্বজিৎ সরকার, বাদশা আলমগীর, কামাল হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সাবেক সভাপতি আলহাজ্ব একেএম কামরুল হাসান বকুল, পরিচালক সিরাজুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আশিকুজ্জামান সোহাগ,
মজমুল হোসেন প্রামানিক, আলহাজ্ব শাহজাহান আলী প্রামানিক লাভলু, আওলাদ হোসেন লিটন, আলী হাসান নয়ন, আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, হুমায়ুন কবীর সওদাগর, আলহাজ্ব সেকেন্দার আলী, আব্দুল খালেক বাবু, শাহাদত হোসেন, রমজান আলী সুজন, সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুমন খান, সাবেক সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২২ সালের অডিট রিপোর্ট (আয়-ব্যয়) অনুমোদন ও ২০২৩ সালের অডিট ফি নির্ধারণ সম্পর্কে তুলে ধরা হয়।
সাধারণ সদস্যগণ তাদের বক্তৃতায় সংগঠনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তা সমাধানে কার্যনির্বাহী পর্ষদ ব্যবস্থা নিবেন মর্মে প্রতিশ্রুতি দেন।
পরে শুভেচ্ছা মূল্য ২০/- র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৭টি মোবাইল সেট, ১টি ইনডাকশন কড়াই, ১টি রাইস কুকার, ১টি ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।