প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ১০:২১ পি.এম
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে দুই জন আহত
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়
পূর্ব ফকিরপাড়া ২নং ওয়ার্ডে হাতীবান্ধা ইউনিয়নের বাসিন্দার রশিদুল ইসলাম এর
মা রহিমা বেগম তার ছেলে মিজানুর রহমান,, সহ নিজস্ব জমিতে ভুট্টা লাগানোর, সময় জমি নিয়ে বিরোধের কারণে, হঠাৎ অতর্কিতভাবে হামলা করেন বিবাদী পক্ষ যারা যারা হামলা করেন ,১,নাম আয়নাল হক(৪১)
পিতাঃ মৃত হাছেন আলী,২/নাম আনোয়ারা বেগম(৬০),,স্বামী নাম হাসছেন আলী
৩,নাম রফিকুল ইসলাম(৫০),, পিতা নাম মৃত করম আলী,, ৪,নাম আক্কাশ আলী(৬৫) পিতা নাম মৃত জমিরউদ্দিন , ৫, নাম মাজেদা বেগম লিপি (৪৫),,,স্বামী আমির হোসেন ও তার সাঙ্গোপাঙ্গ মিলে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ধারালো অস্ত্র ছরা বোটি ও বাঁশের লাটি নিয়ে এবং আরোও বেশ কিছু অস্ত্র নিয়ে মারামারি শুরু করে ।
এলাকার লোকজন চিল্লা হাল্লা
শুনে দৌড়ে ওর মা রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমান,, উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, ঘৃনীত কাজের জন্য যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হোক।
সূত্র অনুযায়ী জানা যায় যে বারাবার সাথে দীর্ঘ দিন যাবত থেকে একটি জমি নিয়ে সংঘর্ষ চলছে আয়নাল হক।
কিন্তু আজ সকাল ১১.৩০মিনিটে ওই জমির উপর রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমান,, সহ জমিতে ভুট্টা লাগানোর জমি নিয়ে বিরোধের কারণে, অলৌকিক ভাবে মেরে আহত করে,,,
তাৎক্ষণিক পর্যায়ে রশিদুল ইসলাম,ওর মা রহিমা বেগম ও, তার ছেলে মিজানুর রহমানকে
উদ্ধার করে এবং হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এখন তার অবস্থা আশঙ্কাজনক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy