এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান,লালমনিরহাট জেলা প্রতিনিধি :-
লালমনিরহাট জেলা মটর মালিক সমিতির সভাপতি, আদিতমারি উপজেলার সাবেক চেয়ারম্যান,লালমনিরহাট জেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি, সিরাজুল হক ও তার পরিবারের ১০ সদস্য গত এক সপ্তাহ থেকে করোনা পজিটিভ হিসেবে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।গত দুদিন আগে নাজনীন হকের রক্তে অক্সিজেন সরবরাহ কমে গেলে শ্বাস কষ্টে ভুগতে থাকেন,উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল কতৃপক্ষ আই সিইউতে রেখে তার চিকিৎসা করছিলেন। তার অবস্থার অবনতি হলে,সোমবার(২০ জুলাই) সন্ধ্যা ৬:৩০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫০)বছর।(ইন্নানিল্লাহি,,,রাজিউন)।
সিরাজুল হকের সহধর্মিনী নাজনীন হক, ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট এর আইপিপিও, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র নামক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা ছিলেন। সমাজ সেবি হিসেবে সামাজিক নানা কর্মকান্ডে তিনি সম্পৃক্ত ছিলেন।মৃত্যুকালে স্বামী সিরাজুল হক,দুটি পুত্র সন্তান,পুত্রবধূ,সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
লালমনিরহাট জেলা আওয়ামিলীগের সিনিয়র সভাপতি সিরাজুল হকের স্ত্রী নাজনীন হকের মৃত্যুতে, জেলা আওয়ামিলীগ সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান সমাজ কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ শোক বানী দিয়েছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..