প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৭:১২ পি.এম
লালমনিহাট জেলা হাতীবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ- ২০২০ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) উপলক্ষে পথসভার আয়োজন করেছে ইউনিয়ন শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে “কমলা রঙ্গের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী শিশু ও যুব নেটওয়ার্ক এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, বড়খাতা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য আব্দুস সাত্তার, উদয়াঙ্কুর সেবা সংস্থার টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী আহমেদ বসুনিয়া, মোঃ সেলিমসহ শিশু ও যুব নেটওয়ার্ক এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় অংশগ্রহণকারী যুব নেটওয়ার্কের সদস্য ফরহাদ হোসেন, লাবীবা আক্তার, শিক্ষক মোঃ নুরুজ্জামান ও ইউপি চেয়ারম্যান নারী নির্যাতনের কারণ ও এর প্রতিকার সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
বক্তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা বলেন নারী-পুরুষ সমতার মাধ্যমেই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy