সিরাজ মাসুদ, ভোলা: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে ভোলার লালমোহনে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান এই শ্লোগানের মধ্য দিয়ে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এসে শেষ হয় ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, মংৎপঁঠভ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকছুদুর রহমান মুরাদসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকতা ।