ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
লা লিগায় সফল ড্রিবলিংয়ে আট নম্বরে মেসি
ক্যারিয়ারের প্রায় পুরোটা সময়ই বার্সালোনাতে অতিবাহিত করেছেন লিওনেল মেসি। চোখ জুড়ানো ড্রিবলিং, অসাধারণ সব গোলে মোহিত করেছেন তিনি ভক্তদের। তবে ২০০৯ সালের পর থেকে ২০২১ সাল পর্যন্ত সফল ড্রিবলিংয়ে লা লিগায় মেসি আছেন তালিকার আট নম্বরে।
সম্প্রতি পপফুট প্রকাশিত একটি তালিকায় দেখা যায়, লিওনেল মেসির সফল ড্রিবলিংয়ের হার ৬১.৬ শতাংশ। তিনি আছেন তালিকার আট নম্বরে। শীর্ষে আছেন রিয়াল মাদ্রিদের লুকা মড্রিচ। তার সফল ড্রিবলিং ৭২.৫ শতাংশ।
নাবিল ফেকিরের ড্রিবলিংয়ে সফলতার হার ৬৭.১ শতাংশ। সাবেক বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তার সফল ড্রিবলিং ৬৩.৫ শতাংশ। পর্তুগীজ তারকা গুনসালো গুইদেসের সফল ড্রিবলিং ৬৩.৩ শতাংশ।
মার্সেলো আছে তালিকার দশে। তার সফল ড্রিবলিংয়ের হার ৬০.২ শতাংশ। তালিকার ১৭ নম্বরে আছেন ভিনিসিয়াস জুনিয়র। ৫৫.৬ শতাংশ সফল ড্রিবলিং তার। তার পরই আছেন নেইমার। তার সফল ড্রিবলিংয়ের হার ভিনিসিয়াসের সমান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy