নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দু*র্বৃত্ত*দের হা*মলায় গু*রুতর আ*হত হয়েছেন ফরিদ ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার বাড়িতে ঢুকে হা*মলা চালায় একদল সন্ত্রাসী।
আহত ফরিদ ভূঁইয়া মৌলভী ধানাইড় গ্রামের মৃত গঞ্জের ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ও তার মা ডালিয়া বেগম (৬৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চাচই গ্রামের শুকুর শেখ ওরফে জুয়েলের ছেলে নাহিদ শেখ দীর্ঘদিন ধরে ফরিদ ভূঁইয়ার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার বাধা দিলেও নাহিদ শেখ তার উত্ত্যক্ত করা অব্যাহত রাখে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ ভূঁইয়া আবারও এ বিষয়ে প্রতিবাদ করলে নাহিদ শেখ ও তার সহযোগী ১০-১২ জন যুবক একসঙ্গে তার বাড়িতে হা*মলা চালায়। তারা ফরিদ ভূঁইয়া ও তার বৃদ্ধা মা ডালিয়া বেগমকে বে*ধড়ক মা*রধর করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ফরিদ ভূঁইয়ার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাহিদ শেখ ও তার বাবা শুকুর শেখ গা ঢাকা দিয়েছেন। একাধিকবার তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি,এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “নাহিদ শেখ দীর্ঘদিন ধরে এলাকায় বখাটেপনা করে বেড়াচ্ছে। এর আগেও তার নামে নানা অভিযোগ উঠেছে, কিন্তু উপযুক্ত শাস্তি না পাওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ফরিদ ভূঁইয়ার পরিবার এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ফরিদের স্ত্রী বলেন, “আমার স্বামী ও শাশুড়িকে নি*র্মমভাবে মে*রেছে। আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আমি সঠিক বিচার চাই।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
Leave a Reply