আব্দুল্লাহ আল মামুন:
নড়াইলের লোহাগড়ায় এক গরু ব্যবসায়ীকে অপহরণ করে শিকল দিয়ে বেঁধে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নাছরিন খানম লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টোনারচর গ্রামের গরু ব্যবসায়ী লাবলু মোল্যা শুক্রবার বিকেলে নড়াইলের মাইজপাড়া গরুর হাট থেকে তিনটি গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে লোহাগড়ার কালিনগর গ্রামের মন্দিরের কাছে পৌঁছালে তাকে অপহরণ করা হয়।
অপহরণকারীদের মধ্যে বাবুল মুসল্লি, পাইলট মুসল্লি, সেলিম মুসল্লিসহ আরও ৩-৪ জন ছিলেন। তারা লাবলুকে ঘিরে ধরে তার কাছ থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাকে পাইলট মুসল্লির বাড়িতে নিয়ে কোমর ও পায়ে শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর করে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে শনিবার সকালে লাবলুর স্ত্রী নাছরিন খানম এবং তার ভাই এরশাদ মোল্যা ঘটনাস্থলে গেলে তাদেরও ভয়ভীতি দেখানো হয়। পরে নাছরিন খানম লোহাগড়া থানায় অভিযোগ করেন।
নলদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবলু মোল্যাকে উদ্ধার করে। নলদী ফাঁড়ির এসআই মুরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় লোহাগড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy