আব্দুল্লাহ আল মামুন:
নড়াইলের লোহাগড়ায় মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনটি আয়োজন করে লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা মাধ্যমিক শিক্ষায় দীর্ঘদিনের বৈষম্য তুলে ধরে অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের দাবি জানান। বক্তাদের মতে, একই শিক্ষাক্রম, একই পরীক্ষা পদ্ধতি এবং একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থান সরকারি শিক্ষকদের তুলনায় অনেক নিচে, যা শিক্ষার মানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল শেখ, উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক দিলীপ কুমার সাহা, দীপংকর সাহা, মোঃ গোলাম মোস্তফা এবং এস এম মুরাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা শিক্ষাখাতে বৈষম্য দূর করতে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবি করেন।
তাদের বক্তব্যে উঠে আসে, শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষাদান, কিন্তু প্রশাসনিক কাজে তাদের পদায়ন করলে শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষকরা ক্লাসরুমে শিক্ষাদান ও পঠন-পাঠনে দক্ষ হলেও প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে তারা একদিকে প্রশাসনিক চাপে থাকছেন, অন্যদিকে ক্লাসরুমে শিক্ষাদানের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে দ্রুত শিক্ষা প্রশাসনে দক্ষ কর্মকর্তাদের নিয়োগ এবং শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাদানে নিয়োজিত রাখার আহ্বান জানানো হয়।
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতিমা আজরিন তন্বীর মাধ্যমে সরকারের শিক্ষা উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থায় বৈষম্য দূর করার পাশাপাশি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি জানানো হয়, যা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাপ্ত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy