1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন আতঙ্কের নাম নায়েব ইউনুস
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে তারেক রহমানের শোক লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন আতঙ্কের নাম নায়েব ইউনুস অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে জরিমানা আশুলিয়ায় ডাকাতদের বন্দুক এর গুলিতে আহত নাট্য অভিনেতা আজাদ নড়াইলে ৯ এমএম পিস্তল ও গুলিসহ দুই ভাই গ্রেফতার হাঠাৎ রাত তিনটায় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা দোষলেন আওয়ামী লীগকে সাভারে পাকিজা ডাইং কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস  লক্ষীপুরের রায়পুর কেরোয়ায় গোসল করতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু ডিরেক্টরস গিল্ডের নির্বাচন সভাপতি শহিদুজ্জামান সাধারণ সম্পাদনা ফরিদুল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের মৃত্যুঞ্জয়ী সভাপতিকে নাগরিক সংবর্ধনা

লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন আতঙ্কের নাম নায়েব ইউনুস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.৩২ এএম
  • ৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ ইউনুছ শেখের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, জমিজালিয়াতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা তাকে ভূমি জালিয়াতি চক্রের অন্যতম সহযোগী হিসেবে চিহ্নিত করেছেন। অভিযোগ রয়েছে, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকাকালীন তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের জমি আত্মসাৎ করেছেন।

লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের অধীনে ১২টি মৌজা রয়েছে, যার বেশিরভাগ জমির ভূয়া দলিল, নকল পর্চা ও জাল কাগজপত্র তৈরি করে তিনি প্রতারণা করেছেন। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, তিনি ভূমি অফিসের গুরুত্বপূর্ণ বালাম বই নিজ বাড়িতে নিয়ে গিয়ে তার ছেলে নয়ন ইসলামকে দিয়ে ভুয়া পর্চা তৈরি করতেন। এমনকি বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে তথ্য গায়েব করার মতো গুরুতর অপরাধও তিনি করেছেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে, শালনগর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য নানা তালবাহানা করতেন। তার বিরুদ্ধে শালনগরের বিভিন্ন মৌজার জমি নিয়ে অনিয়মের একাধিক প্রমাণ রয়েছে। উপজেলার মানিকগঞ্জ বাজারের একটি জমি নিয়ে তঞ্চকতার সৃষ্টি করেন এবং নারান্দিয়া রেল প্রজেক্ট সংলগ্ন একাধিক জমি ভুয়া কাগজপত্র তৈরি করে আত্মীয়স্বজনের নামে নেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, মোঃ ইউনুছ শেখ তার গ্রামের বাড়ি রঘুনাথপুরসহ নড়াইল, লোহাগড়া, শালনগর, মানিকগঞ্জ বাজার ও জয়পুর এলাকায় নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। স্থানীয়রা দাবি করছেন, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অঢেল অর্থবিত্ত গড়ে তুলেছেন, যা সঠিক তদন্ত করলে প্রকাশ পাবে।

ভুক্তভোগীদের দাবি, মোঃ ইউনুছ শেখ সরকারি অফিসের গুরুত্বপূর্ণ সিল ও স্বাক্ষর নকল করে ভূয়া দলিল তৈরি করতেন। ফলে নিরীহ সাধারণ মানুষ প্রতারিত হয়ে জমি হারিয়েছেন। ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ২০১৬ সালে তাকে বদলি করা হয় এবং লোহাগড়া, জয়পুর ও লক্ষ্মীপাশা নায়েব অফিসে পুনরায় যোগদানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৯ বছর পর তিনি আবারও লোহাগড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এবং আগের মতোই দুর্নীতি ও জালিয়াতি অব্যাহত রেখেছেন। তার বিরুদ্ধে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করারও অভিযোগ রয়েছে, যা নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে (মামলা নং-৪৯, খতিয়ান নং-৫৫০, দাগ নং-৩৪৩২ ও ৩৪৩১)।

ভুক্তভোগীরা মোঃ ইউনুছ শেখের দ্রুত বদলি এবং তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন, যেন তিনি পুনরায় লোহাগড়া, জয়পুর ও লক্ষ্মীপাশা নায়েব অফিসে কোনো দায়িত্ব না পান।

এ বিষয়ে মোঃ ইউনুছ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা আশাবাদী, যথাযথ তদন্তের মাধ্যমে মোঃ ইউনুছ শেখের দুর্নীতি ও অপকর্মের স্বচ্ছ বিচার হবে এবং সাধারণ মানুষ তার জালিয়াতির হাত থেকে রক্ষা পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews