মোঃ শরিফুল মোল্লা :
নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ও পৌরসভার বিএনপি'র দ্বিতীয় বার্ষিক কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।গত ২৬ অক্টোবর ২০২৪ শনিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। উপজেলায় একটি কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোন প্রকার সহিংসতা বা অপ্রতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের কর্মকর্তাগণ ও সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় । উপজেলার কাউন্সিলর ভোটার সংখ্যা ৮৫২ জনের মধ্যে
কাস্টিং হয় ৮০৬ ভোট কাউন্সিলর তাদের ভোট অধিকার প্রয়োগ করেন ।এবং লোহাগাড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪৫৯ জন কাস্টিং ৪১৬ জন কাউন্সিলর তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিএনপি'র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিদ্র ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপি'র খুলনা বিভাগীয় সহ সংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, নড়াইল জেলা বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লোহাগড়া উপজেলার বিএনপি'র নির্বাচনী ও ফলাফলে
সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু (প্রতীক চশমা )
২৮১ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম নজরুল ইসলাম (প্রতীক দোয়াত কলম) ২৬০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম (ছাতা প্রতীক ) ৪০৬ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ টিপু সুলতান (প্রতীক আনারস ) ৩৮৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার (প্রতীক টিউবওয়েল ) ২৮৩ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন।
উক্ত উপজেলার পৌরসভার বিএনপি'র কাউন্সিলর নির্বাচনীয় ফলাফলে সভাপতি হিসাবে মিলু শরীফ সভাপতি ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছন।
সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমান সান্টু (প্রতীক মোমবাতি) ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসাবে এস এ সাইফুল্লাহ আল মামুন (প্রতীক মাছ ) ২৩৪ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy