আব্দুল্লাহ আল মামুন
নড়াইলের লোহাগড়া উপজেলা গেটে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ফারজানা আক্তার একাধিক গুরুতর অনিয়মের সঙ্গে জড়িত, যা কৃষকদের সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে। তার বিরুদ্ধে অফিস স্টাফদের সঙ্গে অসদাচরণ, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, কৃষি প্রণোদনার উপকরণ সরবরাহে অনিয়ম এবং সরকারি সম্পদের অপব্যবহারের মতো অভিযোগ উঠেছে।
স্থানীয় কৃষক ও অফিস কর্মচারীরা জানান, কৃষি কর্মকর্তা অফিসে অত্যন্ত অপেশাদার আচরণ করছেন। অফিসের কর্মীরা অভিযোগ করেন, ফটোকপি ও প্রশাসনিক কাজগুলোতে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি করা হচ্ছে। এ ছাড়া, সমলয় কার্যক্রমের সঠিক বাস্তবায়নেও তার দায়িত্বহীনতার অভিযোগ তোলা হয়েছে।
এমনকি, অফিসে অন্যায়ের প্রতিবাদ করলে কর্মচারীদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এর ফলে অফিসের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে এবং কৃষকদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব সমস্যার দ্রুত সমাধান এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy