ফুটবল মাঠের টার্ফ। লোহাগাড়ায় এ প্রথম। তাও আবার পদুয়ায়। যুব সমাজ মাদক ছেড়ে খেলাধুলার প্রতি উদ্ধুদ্ব হওয়ার জন্য ফুটবল মাঠের টার্ফ নির্মাণের উদ্যোগ। সবুজায়ন খ্যাত এমন একটি সুন্দর টার্ফ (মিনি স্টেডিয়াম) প্রতিষ্ঠিত হয়েছে পদুয়া হাই স্কুল মাঠের একটু দক্ষিণ পার্শ্বে। নামকরণ করা হয়েছে পদুয়া গ্রীণ স্পোটর্স।
স্মার্ট যুগের সাথে তাল মিলিয়ে মনোরম পরিবেশে খেলার লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় সর্ব প্রথম টার্ফ ১৯ অক্টোবর বেলা ৩টার দিকে ফিতা কেটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠের শুভ উদ্বোধন করেন পদুয়া ইউপি চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন।
অনুষ্ঠানে পদুয়া ইউপি সদস্য,লেয়াকত আলী,ইউপি সদস্য কাউছার উদ্দিন,ব্যবসায়ী নুরুল ইসলাম, পদুয়া গ্রীণ স্পোটর্সের পরিচালক, পদুয়া ইউপি মেম্বার নাছির উদ্দিন,পদুয়া গ্রীণ স্পোটর্সের পরিচালক নুরুল আবছার, রিফাতসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ জানান,খেলাধুলা মানুষের শারীরিক, চারিত্রিক এবং মানসিক বিকাশে সহায়ক। খেলাধুলায় থাকলে এলাকার যুবকরা বিভিন্ন ধরণের অসামাজিক কর্মকান্ড থেকে বিরত থাকে। পদুয়া গ্রীণ,স্পোটর্সের মাধ্যমে যুব সমাজ খেলাধুলার প্রতি মনোযোগী হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে।
তিনি আরো বলেন, পদুয়া গ্রীণ স্পোর্টসের মাঠে সকল খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy