রকসী সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুকছড়ী দরবার শরীফ ষ্টেশনে অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আজ ভোর আনুমানিক পৌণে ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় ভোর আনুমানিক পৌণে ৫টায় মার্কেটে আগুন জ্বলতে দেখলে স্থানীয়দের-চিৎকারে চতুর্দিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়স্ত্রণে আনতে পারেননি।
আনুমানিক ভোর ৬ টার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আগুন নিয়স্ত্রণে আনার চেষ্টা চালান।কিন্তুু এরমধ্যেই পুড়ে ছাই হয়ে নিঃস্ব হন ১৯টি দোকানদার।স্থানীয়রা অভিযোগ করেন বার বার যোগাযোগ করলেও আসতে দেরি করে ফায়ার সার্ভিসের কর্মীরা যার কারণে আশপাশে ছড়িয়ে পড়ে আগুন।এ প্রসঙ্গে লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রুবেল আলম জানান,আমরা ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে ভোর ৬ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy