চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮ ওয়ার্ডের গৌড়স্থান, গজারিয়া দিঘীর পূর্বে এলাকায় পাকা সড়কস্থ সরকারি খাস জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা।
অন্যদিকে, একইদিন পুটিবিলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গৌড়স্থান, সিকদার পাড়া নামক এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
১৭ অক্টোবর সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কানুনগো, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস,লোহাগাড়া থানার এসআই নয়ন, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইকবালসহ আনসার বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান গজালিয়া দিঘীর পুর্ব পার্শ্বে এলাকায় সরকারি খাস জায়গাদোকান ঘর নির্মাণ করায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ স্যারের নির্দেশে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত করে প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা এবং একই ইউনিয়নে সিকদার পাড়া নামক এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy