সাইফুল ইসলাম, চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকায় এক অসহায় কৃষকের নাল জমি দখল করে বৃক্ষ রোপন করেছেন মর্মে সংবাদ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী কৃষক মৃত আলি মিয়ার পুত্র লিয়াকত আলী এ প্রতিবেদককে জানান, চরম্বা রাজঘাটা মৌজায় বিএস খতিয়ান নং- ৩৫০, বিএস দাগ নং- ৩৫৫২,৩৫৫৩, ১৮০০ দাগাদির আন্দর জমি, আমার মৌরশী, খরিদা ও প্রবাসে থাকা বড় ভাইয়ের কিছু অংশ নাল জমি – পুকুর নিয়ে ৪০ শতক বা ১ কানি সম্পত্তি বিগত প্রায় ৫ বছর পূর্বে পারিবারিক আপোষ বন্টনের মাধ্যমে প্রাপ্ত হয়ে সকলের জ্ঞাতসারে ভোগদখলে স্থিত থাকিয়া চাষাবাদ ও ক্ষেতখামার করিয়া আসিতেছি।
পুর্ব শক্রতার জের ধরে আমার ভোগদখলীয় উক্ত জমিতে ছিদ্দিক আহমদের নেতৃত্বে প্রায় এক মাস পুর্বে এলাকার ভুমিদূস্যরা দলবদ্ধ হয়ে দা কিরিচ লোহার রড ও দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র নিয়ে উপরোক্ত বিএস দাগাদির আন্দর প্রায় ৯ গন্ডা বা ১৮ শতক ধানি জমির মধ্যে নানান প্রজাতির বৃক্ষ রোপন করিয়া জবর দখল করিয়াছে। আমি বাধা দিলে আমাকে প্রাননাশের হুমকি দেয়। পরবর্তীতে আমি লোহাগাড়া থানায় এ সংক্রান্তে একটি অভিযোগ দায়ের করেও এখন পর্যন্ত কোনপ্রকার সুরাহা পাইনি। লিয়াকত আলী আরোও বলেন, উক্ত জায়গা জমির বিরোধের জের ধরে বিগত দুই বছর পূর্বে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও মুখে ইটের বারি মেরে রক্তাক্ত করেছিল সন্ত্রাসী ছিদ্দিক ও তার অন্যান্য ভাইয়েরা। এব্যপারে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী কৃষক লিয়াকত আলী।