চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে সেবা মিলছে দ্রুত ও বিড়ম্বনামুক্ত। সেবাগ্রহীতাদের নানাবিধ কাজে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা। যেকারণে সেবাগ্রহীতারা সেবা পাচ্ছেন দ্রুততম সময়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগাড়ায় নির্বাচন অফিসার হিসেবে আবদুল শুক্কুর যোগদানের পর থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সেবাগ্রহীতাদের আশানুরূপ সেবা দিয়ে আসছেন। নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর, ভুল সংশোধনসহ নানা সেবায় এখন আর বিড়ম্বনা নেই বললেই চলে। একসময় নিয়মিত এসব কার্যক্রম বন্ধ থাকায় মানুষকে পড়তে হয়েছে বিড়ম্বনায়। আর এসব দিক মাথায় রেখেই আবদুল শুক্কুর কার্যক্রম পুরোদমে চালু করেছে।
লোহাগাড়ার বাসিন্দা শরীফুল ইসলাম নামের এক সেবাগ্রহীতা বলেন, গত কিছুদিন আগে নতুন ভোটার হতে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সম্পূর্ণ বিড়ম্বনামুক্ত ভাবে সেবা পেয়েছি। নির্বাচন অফিসের কার্যক্রমে অনেক সন্তুষ্ট আমি। সম্পের্কে
এরই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার ৯টি ইউনিয়নে নতুন ভোটার নিবন্ধন, প্রবাসীদের ভোটারকরণ, স্থানান্তর, ভুল সংশোধনসহ সব কাজের সেবা দিতে সেবাদান কার্যক্রম চলমান রয়েছে। যার মধ্যে জাতীয় পরিচয়পত্রের সংশোধনের কার্যক্রম চলমান আছে। সংশোধনের ধরন অনুসারে ক ক্যাটাগরি লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে, খ ক্যাটাগরি জেলা নির্বাচন অফিসার, গ ক্যাটাগরি আঞ্চলিক নির্বাচন অফিসার এবং ঘ ক্যাটাগরি মহাপরিচালক আগারগাঁও তে নিষ্পত্তি করা হয়। উপজেলা পর্যায়ে হারানো কার্ড, ভোটার স্থানান্তর এবং প্রবাসীদের ভোটার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়ার নির্বাচন অফিসার আবদুস শুক্কুর বলেন, মানুষ জরুরি কাজেই নতুন ভোটার কিংবা এনআইডি সংশোধন করতে গিয়ে যাতে হয়রানির মধ্যে না পড়েন সেই লক্ষ্যে নিজে উদ্যোগী হয়ে কাজ করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy