রকসী সিকদার (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া থানার বিশেষ অভিযানে ২০ লক্ষ টাকার জাল নোট সহ ২ জন কে আটক করে।১ মার্চ বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সহ পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট অফিসের সামনে হানিফ পরিবহন(রেজি নং চট্টমেট্টো-১৫-৬১৬৭) গাড়িটি থামিয়ে তল্লাশি করলে একটি বাজারে ব্যাগে ২০লক্ষ টাকার জাল নোট সহ ২জন কে আটক করে।আটককৃতরা ভোলা দৌলত খাঁ চরপাড়া এলাকার মোঃ বেলায়েতের পুত্র রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মৃত আবুল কাসেমের পুত্র ওমর আলী (৫০)।
এবিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন আমরা গোপন সংবাদের ভিত্তি বেলা ১২টার দিকে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহনের গাড়ি থামিয়ে তল্লাশি করলে বাজারে ব্যাগে থাকা ২০ লক্ষ টাকা সহ ২ জন কে আটক করি।আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জালনোটের টাকাগুলো পাচার করছিল বাজারে ছাড়ার জন্য। আমরা আটককৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy