প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২১, ১:২৩ এ.এম
লোহাগাড়ায় ইটভাট উচ্ছেদ অভিযান বন্ধে বিশাল মানববন্ধন
আবুল কালাম আজাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চলমান ইটভাটা উচ্ছেদ অভিযান বন্ধে প্রধানন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।২ মার্চ দুপুর১২টায় উপজেলা পরিষদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে লোহাগাড়া ইটভাটা মালিক সমিতি ও ভাটাতে কর্মরত সকল শ্রমিকদের যৌথ মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের আদেশে লোহাগাড়ার বেশ কয়েকটি ইটভাড়া কে জরিমানা ও গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। কোটি কোটি টাকা বিনিয়োগ করে পুজি হারিয়ে মালিকরা পথে বসেছে। তাই লোহাগাড়া উপজেলা ইট প্রস্তুতকারী মালিক, কর্মকতা-কর্মচারী,শ্রমিক ও শিল্পের আওতাভুক্ত বিশাল জনগোষ্ঠীকে বাঁচাতে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে
এ সময় বক্তব্য রাখেন লোহাগাড়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাবেক সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মুহাম্মদ পারভেজ সহ অনেকে।
এছাড়াও ইটভাটার সাথে জড়িত মালিক হাজার হাজা ও শ্রমিকরা উপস্হিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy