রেখা মনিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ হাজার ১`শ পিচ ইয়াবাসহ সাজ্জাদুল ইসলাম সবুজ(২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম তাকে আটক করা হয়।
আটককৃত সবুজ কক্সবাজার জেলার চকরিয়ার ফাঁসিয়াখালী এলাকার আবছার উদ্দিনের পুত্র। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।