
জেলা প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌড়স্থান শাহ জব্বারিয়া হেফজখানা ও এতিমখানা সংলগ্ন পাহাড়টিতে অবস্থিত ৪টি গ্রামের শত বছরের কবরস্থানের পাহাড়ের মাটি কেটে ফেলার অভিযোগ করেছে
এতিম খানার সভাপতি ওমর আলী তিনি জানান একই এলাকার বাসিন্দা খানে আলম মেম্বার (৬৫). জানে আলম (৫৫). সাঈদী আলম পিতা মৃত মৌলভী আব্দুর রশিদ মিলে জোর পৃর্বক পাহাড়ের মাটি কেটে ফেলেছে যার ফলে এলাকার কোন লোক মারা গেলে মাটি দিতে অসুবিধা হবে।বর্তমানে পাহাড়টিতে অবস্থিত পুরাতন মসজিদটি ভেঙে
ফেলে নতুন মসজিদের কাজ চলমান মাটি কাটার ফলে নতুন মসজিদের নির্মাণ কাজে বাধা সৃষ্টি হয়েছে। উক্ত পাহাড়ে অবস্থিত কবরস্থানে ৪টি গ্রামের অসংখ্য লোকের কবর রয়েছে পৃর্ব পুরুষ থেকে শুরু করে শত শত মানুষের কবর রয়েছে। কবর স্থান.
হেফজ খান ও এতিমখানা. মসজিদ রক্ষার্থে উপজেলা প্রসাশনের স্বারণাপন্ন হয়েছি।
ইউপি সদস্য খানে আলম জানান আমি পাহাড় কাটি নাই কবর স্থান কে সৌন্দর্য ও কবর দেয়ার স্থান কে সমতল করার জন্য সামান্য মাটি কেটে সমান করেছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহীর অফিসার আহসান হাবিব জিতু বলেন পাহাড় কাটার একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্হা নিব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply